অপারেশন সিন্দুর নিয়ে শশী থারুরের প্রশংসা, আমেরিকায় ভারতের কূটনৈতিক বার্তা


 পাহেলগামে সন্ত্রাসী হামলার পর 'অপারেশন সিন্দুর' চালায় ভারতশশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের সন্ত্রাসবিরোধী বার্তা তুলে ধরা হয়।


ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখছেন শশী থারুর

Channel 11  | প্রলয় চ্যাটার্জি

অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক প্রচার, মার্কিন মুলুকে প্রশংসায় শশী থারুর

 

ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র:

ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপঅপারেশন সিন্দুরনিয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচারের অংশ হিসেবে, একটি সর্বদলীয় প্রতিনিধি দল বর্তমানে আমেরিকা সফরে রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ প্রাক্তন কূটনীতিক শশী থারুর। বুধবার (স্থানীয় সময়) ওয়াশিংটনেরন্যাশনাল প্রেস ক্লাব’- এক আলোচনায় থারুর বলেন, "অপারেশন সিন্দুর" নামটি অত্যন্ত সুচিন্তিত এবং অর্থবহ।


তিনি ব্যাখ্যা করেন, "সিন্দুর" কেবল একটি প্রসাধনী নয়এটি একজন বিবাহিত হিন্দু নারীর আত্মপরিচয়, সংস্কৃতি এবং আবেগের প্রতীক। তিনি বলেন, কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন ভারতীয় মহিলা বিধবা হন, তাঁদের সিঁথির সিন্দুর মুছে যায় রক্তাক্তভাবে। তাই এই অপারেশনের নাম রাখা হয়েছেসিন্দুর’— রক্তের রঙের সাথেই যার সাদৃশ্য।যেখানে একসময় আমরা বলতামখুনের বদলা খুন’, সেখানে এবার বলছিসিন্দুরের বদলা খুন’,” বলেন থারুর।

 

এই সফরে ভারতীয় সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল মার্কিন কংগ্রেসেরইন্ডিয়া ককাস’-এর দ্বিদলীয় চেয়ারপার্সন রো খান্না, রিচ ম্যাককর্মিক, অ্যান্ডি বার এবং মার্ক ভেসির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, ভারতেরঅপারেশন সিন্দুরসঠিক সময়ে নেওয়া সাহসী পদক্ষেপ। মার্কিন প্রতিনিধিরা পাহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে স্বাগত জানান।

 

থারুর আরও জানান, ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের অন্তত ১১টি সামরিক এয়ারবেসে সফল হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ পাকিস্তানের হায়দরাবাদ থেকে শুরু করে উত্তর-পশ্চিমের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত অঞ্চল। পাকিস্তান সরকারও ভারতীয় হামলার ব্যাপকতা স্বীকার করেছে।

 

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে বেসরকারি পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় একজন নেপালি নাগরিক নিহত হন। এরপর মে ভারতীয় সেনাবাহিনী চালু করেঅপারেশন সিন্দুর এই অভিযানে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে শতাধিক সন্ত্রাসবাদীর মৃত্যু হয় বলে সূত্রে জানা গেছে।

 

প্রতিনিধি দল ব্রাজিল সফর শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এরপর ইউরোপের অন্যান্য রাজধানীতেও ভারত সরকারের এই সন্ত্রাসবিরোধী প্রচারের বার্তা পৌঁছে দেবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন