ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও পুরস্কার বিতরণ।
প্রেস রিলিজ: IFMA পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কলকাতা, ৩ জুন ২০২৫ – গতকাল হাওড়ার ‘শরৎ সদন’-এ অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল’ নামে একটি চমৎকার চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ‘ভয়েজ টেক স্টুডিও’ ও ‘ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’(IFMA) পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে।
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবটি অনুষ্ঠিত হয়। IFMA-এর সর্বভারতীয় মহাসচিব রামচন্দ্রন রেড্ডি জানান, "পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য এবং আন্তর্জাতিক পর্যায়ের চলচ্চিত্র নির্মাতারা উৎসবে অংশগ্রহণ করেছেন।"
পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ বাদল সরকার বলেন, "উৎসবে বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের বেশ কিছু সিনেমাও প্রদর্শিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের সম্মানিত করা হয়েছে।"
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্য, প্রযোজক-নির্মাতা শিউলি গোমস, খ্যাতনামা তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ ও তাঁর অভিনেত্রী স্ত্রী মল্লিকা ঘোষ, ওডিসি নৃত্য গুরু সোমা গুহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই উৎসব পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতকে নতুন শক্তি ও উৎসাহ যোগানোর এক অসাধারণ উদাহরণ হয়ে থাকল।
লেখক: প্রলয় চট্টোপাধ্যায়
Channel Eleven
.jpeg)

.jpeg)
